বাংলাদেশের লাটোরা

1. Isabelline Shrike (Lanius isabellinus) ইসাবেলিন লাটোরাঃ এই প্রজাতির লাটোরাটিকে বাংলাদেশে একবারই দেখা গেছে ঢাকার পাশে কেরানিগঞ্জ থেকে। 2. Brown Shrike (Lanius cristatus) বাদামী লাটোরাঃ আমাদের দেশের সুলভ পরিযায়ী লাটোরা হচ্ছে এই বাদামী কসাই পাখি। বাদামী রঙ এর একটু ছোট আকৃতির পাখিটিকে সারাদেশেই দেখা যায়, চলে আসে শীতের বেশ আগেই আর যায়ও বেশ দেরীতে। এর প্রথম ছবি তুলেছিলাম ঢাকায় আমাদের বাসার ছাদ থেকে। সারাদেশেই এর দেখা পেয়েছি। 3. Burmese Shrike (Lanius collurioides) বর্মী লাটোরাঃ কোমরের উপরিভাগ খয়েরি এবং ছোট আকৃতির এই লাটোরা আমাদের দেশে বেশ দুর্লভ। ঢাকায় দুবছর দেখা গেছে শীতে, এছাড়া বান্দরবন জেলায় সাংগু নদীর অববাহিকায় কয়েকবার দেখা গেছে। 4. Bay-backed Shrike (Lanius vittatus) তামাটে-পিঠ লাটোরাঃ তামাটে রঙ এর পিঠ এবং ছাইরঙ্গা মাথা বিশিষ্ট এই পাখিটিও পরিযায়ী। তবে আমাদের দেশে বেশ দুর্লভ। ঢাকার শহরের আশেপাশে কয়েকবার একে দেখা গেছে। এছাড়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চল ও শুস্ক এলাকায় কাটাযুক্ত গাছের মধ্যে একে পাওয়া যায়। সেখানে প্রজনন করার প্রমাণও পাওয়া গেছে। এছাড়া আমি সাতক্ষীরা জেলায় বাড়ির কাছেই নদীর ধারে একে পেয়েছিলাম একবার। 5. Long-tailed Shrike (Lanius schach) ল্যাঞ্জা লাটোরাঃ বাংলাদেশের সবচেয়ে সুলভ লাটোরা এটি, সারাদেশেই খোলা প্রান্তর ও চাষাবাদের জমির আশেপাশে একে দেখা যায়। এর গান বেশ সুন্দর, ডাক কর্কশ। সারাদেশেই একে দেখেছি আর ছবি তুলেছি। 6. Grey-backed Shrike (Lanius tephronotus) মেটে-পিঠ লাটোরাঃ মেটে বা ছাইরঙ্গা পিঠ বিশিষ্ঠ এই লাটোরার প্রজাতিটি আমাদের দেশের পরিযায়ী পাখি। একেও প্রায় সারাদেশেই খোলা প্রান্তর ও জলাশয়ের আশেপাশে ও বনাঞ্চলের পাশে দেখা যায় সহজেই। প্রথম এর ছবি তুলেছিলাম ঢাকার অদূরে সাভার থেকে। 7. Great Grey Shrike (Lanius excubitor) বড় মেটে লাটোরাঃ বাংলাদেশের সবচেয়ে দুর্লভ এই লাটোরাটি, একে কয়েক দশক আগে নেত্রকোনার দুর্গাপুর এলাকায় পাওয়া গেছিলো বলে জানা যায়, এছাড়া একে পাবার আর কোন সংবাদ নেই।

বাংলাদেশের লাটোরা Read More »